• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: আলোচনা সভায় বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হুসাইন

জাতীয় প্রেসক্লাবে তরুণ আলেম প্রজন্ম ২০২৪ এর উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর)-এর আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্ম ২০২৪ এর পরিষদ সদস্য মাওলানা এহসানুল হক সভাপতিত্ব করেন।

এতে আলোচনা করেন রাজধানীর মিরপুরের ‘মাদরাসা দারুর রাশাদ’ এর মুহতামীম মাওলানা সালমান, আলেম লেখক ও কবি মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হুসাইন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম। 

সংগঠনের পরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ খানের সঞ্চালনায় অপর সদস্য মাওলানা এখলাছুর রহমান স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভায় বক্তারা চলতি বছরের জুলাই-আগষ্টে সংগঠিত ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলনে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অবদান এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। 

প্রধান আলোচক মুসা আল হাফিজ বলেন, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেই প্রশ্নটি জোরালভাবে উঠছে তা হলো- এই বিপ্লবের ফলে গঠিত বর্তমান সরকার দুই মাস পার করে ফেললেও বিপ্লবে জীবনদানকারী শহীদদের জন্য বা আহতদের জন্য আসলে তারা কী করতে পেরেছে? সরকারের কাজের এই ধীরগতি হতাশাজনক। 

তিনি বলেন, কেউ কেউ বিপ্লবের মালিকানা নিতে চান। তারা বলতে চাচ্ছেন তরুণরা তাদের বই পড়ে  বিপ্লব ঘটিয়ে ফেলেছে। কিন্তু না! বিশেষ কারো বই পড়ে কেউ এই বিপ্লব করেনি। এই বিপ্লব বাংলাদেশের আত্মার ভেতর থেকে জেগে উঠেছে। এই বিপ্লবকে কোনো অবস্থাতেই বেহাত হতে দেয়া যাবে না। 

মুসা আল হাফিজ আরো যোগ করে বলেন, বিপ্লবে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা শতাধিক। কোনো ব্যাক্তিগত স্বার্থ ছাড়াই মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে এগিয়ে  এসেছে শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায়। তারা দেখতে চায় এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে দিল্লি কিংবা ওয়াশিংটনের কোনো প্রভুত্ব থাকবেনা।   

উক্ত আলোচনা সভার মধ্য দিয়েই ‘তরুণ আলেম প্রজন্ম ২০২৪’ নামে তরুণ আলেমদের এই প্লাটফর্ম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্ম ২০২৪ এর আত্মপ্রকাশের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস্য মাওলানা আশরাফ মাহদী। এসময় এর ছয়চল্লিশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। 

এছাড়াও আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া আলেম-শিক্ষার্থীদের একটি প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়। তালিকাটি তুলে ধরেন সংগঠনের আরেক পরিষদ সদস্য মাওলানা অ্যাডভোকেট বিলাল আহমদ চৌধুরী।

আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যারাও উপস্থিত থেকে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2