ভূমিকম্প দূর্গত তুরস্কের মানুষের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আবারো ভূমিকম্প দূর্গত তুরস্কের মানুষের পাশে দাঁড়ালো আস- সুন্নাহ ফাউন্ডেশন। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহার উপযোগী মোট ৮০০০ হাজার জ্যাকেট হস্তান্তর করেছে ফাউন্ডেশনটি।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ বাংলাভিশনকে জানান, এই সহযোগিতা তুরস্কে ভূমিকম্প দূর্গত মানুষের জন্য আমাদের একটি প্রয়াস। প্রথম ধাপে আমরা তুরস্কের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ২৪৭২ টি জ্যাকেট হস্তান্তর করি। জ্যাকেটগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহার উপযোগী।
তিনি বলেন, আমার দূতাবাসের সাথে কথা বলে জানতে পারি যে সেখানে প্রচন্ড ঠান্ডায় মানুষ বরফ হয়ে যাবার মতো অবস্থা। সেখানে গরম কাপড়ের প্রয়োজনীয়তা বেশি। তাই আমরা আমাদের সাধ্যমতো জ্যাকেট পাঠানোর ব্যবস্থা করেছি।
আহমাদুল্লাহ বলেন, বুধবার (১৫ ফেব্রুয়ারী) তুরস্কের দূতাবাসের মাধ্যমে দ্বিতীয় ধাপে ৫৫২৮ টি জ্যাকেট সরবরাহ করা হয়েছে। দু’বারে মোট ৮০০০ টি জ্যাকেট হস্তান্তর করা হয়েছে।
এর আগেও বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত রয়েছে ফাউন্ডেশনটির। সিলেট-সুনামগঞ্জ সহ আশপাশের এলাকায় ভয়াবহ বন্যার সময় ফাউন্ডেশন থেকে শত শত টান খাবার সরবরাহ করা হয় এবং বন্যা পরবর্তী সময় পূর্নবাসনেও যথেষ্ট সহযোগিতার প্রমাণ রয়েছে ফাউন্ডেশনটির।
২০১৮ সালের মাঝামাঝিতে যাত্রা শুরু করে আস সুন্নাহ ফাউন্ডেশন। ২০১৯ সালের মে মাসে রেজিস্ট্রেশন সম্পন্ন হয় সংস্থাটির।
বিভি/ এসআই
মন্তব্য করুন: