ডিসেম্বরে আসছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক

আগামী ডিসেম্বরের মধ্যে মুক্তি পাবে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এই সিনেমায় কে অভিনয় করবে তা এখনো পরিষ্কার নয়। এই বছরের শুরুর দিকে শোনা যায় যে 'ড্রিম গার্ল' তারকা আয়ুষ্মান খুরানা বা রণবীর কাপুর দুনের মধ্যে কেউ একজন সিনেমাটিতে 'দাদার' ভূমিকায় অভিনয় করবেন।
মে মাসে, মিড-ডে-র একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে আয়ুষ্মান চরিত্রটি পেতে পারেন। এখন শোনা যাচ্ছে ঐশ্বরিয়া রজনীকান্ত পরিচালিত এই ছবি ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। আয়ুষ্মান খুরানা, যিনি প্রতিটি চরিত্রকে আন্তরিকভাবে ফুটিয়ে তোলেন, তাকে পর্দায় গাঙ্গুলির চরিত্রে অভিনয় করার জন্য কঠোর প্রশিক্ষণ নিতে হবে। যদিও তিনি নিজেও সৌরভ গাঙ্গুলীর মতো একজন বাঁ-হাতি ব্যাটার, তাছাড়াও বিভিন্ন দিক রয়েছে যার জন্য তার প্রশিক্ষণের প্রয়োজন হবে। তাকে সৌরভের ব্যক্তিত্ব, ব্যাটিং স্ট্যান্স এবং আরও অনেক কিছু শিখতে হবে।
একটি সূত্র জানিয়েছে, আগামী মাসের মধ্যেই প্রশিক্ষণ শুরু করবেন খুরানা। যেহেতু সিনেমাটি ডিসেম্বরের মধ্যে মুক্তি পাবে বলে জানা গেছে, তাই প্রশিক্ষণের জন্য দুই মাসের বেশি সময় লাগবে। দাদা সিনেমার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, শোনা যাচ্ছে ইতিমধ্যেই তিনি বড় পর্দায় তার চরিত্রে অভিনয় করা তারকার সাথে দেখা করেছেন।
সিনেমার প্রথম শিডিউলের শুটিং মুম্বাইতে হবে নাকি সৌরভ গাঙ্গুলীর আদি শহর কলকাতায় হবে তা এখনো ঠিক হয়নি। এদিকে, আয়ুষ্মান খুরানা তার ভক্তদের 'ড্রিম গার্ল ২' দিয়ে মাতিয়ে রেখেছেন। 'ড্রিম গার্ল'-এ আমরা খুরানাকে খুব অল্প সময়ের জন্য এক নারীর ছদ্মবেশে দেখতে পেয়েছি, কিন্তু সিক্যুয়ালে পূজা চরিত্রে দাপিয়ে অভিনয় করতে দেখা গেছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: