• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুর্গম চরে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করলো প্রচেষ্টা ফাউন্ডেশন

প্রকাশিত: ১৫:০৬, ২৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
দুর্গম চরে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করলো প্রচেষ্টা ফাউন্ডেশন

নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দুর্গম চরে আশ্রয় নিয়েছে প্রায় ৯০ টি পরিবার। কুড়িগ্রাম সদর থেকে অটোরিকশা, তারপর ঘোড়ার গাড়ি, সবশেষে নৌকায় করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে। মূল শহর থেকে অনেক দূর ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সেখানকার বাসিন্দারা থাকেন নিদারুণ কষ্টে।  

শুক্রবার (মার্চ) দুপুরে সেই দুর্গম চরে দেখা মিললো একদল স্বেচ্ছাসেবীর, যারা রমজানের খাদ্যসামগ্রী নিয়ে এসেছেন সুবিধাবঞ্চিত এসব মানুষের জন্য। খাদ্য সামগ্রীতে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, আধা কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি ছোলা।

অভাব অনটনে থাকা চরের এই মানুষগুলো তাতেই খুশি। ‘বাহে বুটের যে দাম, আইজ ৮ দিন থাকি চাইল ভাজা দিয়া ইফতারি করি। ছোলা বুটের নাগাল না পাই। চাউল, ডাইল, বুট পায়া খুব ভালো নাগছে।’ খাদ্য সামগ্রী পাবার পর এভাবেই কথাগুলো বলছিলেন চরের বাসিন্দা ছামিনা বেগম। 

পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেটের সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করে প্রচেষ্টা ফাউন্ডেশন। আর তাদের আর্থিকভাবে সহায়তা করে আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট। প্রচেষ্টা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান  বলেন, ‘ সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতেই আমরা কাজ করি। রমজামের শুরু থেকেই তৃপ্তির রমজান ক্যাম্পেইনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। কুড়িগ্রামের দুর্গম চরের এই মানুষগুলোর পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।’

যাত্রাপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘এখন জিনিসপত্রের যে দাম, কুড়িগ্রামের একটি প্রত্যন্ত এলাকায় ঢাকা থেকে এসে এই রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ করলো সংগঠনটি । এতে চরের সুবিধাবঞ্চিত মানুষগুলো খুবই খুশি। এ রকম মানবিক কাজ সবার করা দরকার।’

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2