• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান শিক্ষা মন্ত্রীর

প্রকাশিত: ২০:৪৮, ৩০ মার্চ ২০২৪

আপডেট: ২০:৪৮, ৩০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান শিক্ষা মন্ত্রীর

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে “বিসিএস সাধারণ শিক্ষাক্যাডারের দৃষ্টিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা - শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও সমাধানের পথ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চেীধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নেহাল আহমেদ, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। স্বাগত বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক বিপুল চন্দ্র সরকার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন প্রফেসর মো: শাহেদুল খবির চৌধুরী, সভাপতি, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। উপস্থাপিত প্রবন্ধের উপর মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী, সম্মানিত ফেলো, বাংলা একাডেমি। আলোচনায় অংশ গ্রহণ করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রফেসর মোঃ মামুন উল হক ও সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন মোল্যা।


সোমিনারে বিভিন্ন দপ্তর- সংস্থার প্রধানগণ, সরকারি কলেজ সমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ প্রায় পাঁচশতাধিক ক্যাডার কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারগণকে শুধুমাত্র গতানুগতিক কাজ গুলোতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার সাথে সংশ্লিষ্ট অন্যান্য কাজেও  দক্ষতার স্বাক্ষর রাখা এবং বৃহৎ পরিসরে চিন্তা করার উপরগুরুত্ব দিতে বলেন।

সেমিনারে  বক্তাগণ  বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2