খোঁজ মিলছে না বাক প্রতিবন্ধী জাম্বু`র

দিনাজপুর সদরের ১ নং চেল গাজী ইউনিয়নের সুবড়া গ্রামের বাসিন্দা বাক প্রতিবন্ধী মোঃ নূর ইসলাম (জাম্বু) কে খুঁজে পাওয়া যাচ্ছেনা। গত ১১ অক্টোবর নিখোঁজের পর থেকে জাম্বুর সাথে যোগাযোগ করতে পারছেন না তার স্বজনরা।
জাম্বু স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না। তবে কথা বলতে না পারলেও সে মানুষের সব কথাই বুঝতে পারে। জাম্বু বলে ডাকলেই সে সাড়া দেয়। সে এইচ এন বি ব্রিক্স (নুরু কনটেকটার) ভাটায় কাজ করতো।
নিখোঁজের বিষয়টি দিনাজপুরের কোতোয়ালী থানায় অবহিত করেছেন এইচ এন বি ব্রিক্সের ম্যানেজার শাহনূর আলম মিন্টু। মিন্টু জানান, নিখোঁজের দিন সকালেও জাম্বু বাসায় গিয়েছিলেন। এরপর তাকে আর দেখা যায়নি। বাক প্রতিবন্ধী হওয়ায় জাম্বু বড় কোন বিপদে পড়েছে বলে আশঙ্কা করছে তার পরিবার। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেছেন শাহনূর আলম মিন্টু।
নামঃ মোঃ নূর ইসলাম (জাম্বু)
বড় ভাইঃ মোঃ খাইরুল ইসলাম
মেজ ভাইঃ আজিজুর রহমান
যোগাযোগের নম্বরঃ 01785552845, 01720597001 (মাসুদ রানা নয়ন)
বিভি/এমএফআর
মন্তব্য করুন: