• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অফিসে প্রতিদিন ৩০ মিনিট ঘুমানো বাধ্যতামূলক!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৬ মে ২০২২

ফন্ট সাইজ
অফিসে প্রতিদিন ৩০ মিনিট ঘুমানো বাধ্যতামূলক!

করোনা মহামারির কারণে দুই বছর বাড়িতে থেকে অফিসের কাজ করার ফলে বদলে গেছে দীর্ঘ শ্রমের অভ্যাস। অনেকের কর্মীর ভিতরে ক্লান্তি ভাবও বেড়েছে। এই অবস্থায় অফিসে যদি কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া গেলে মন্দ হতো না! কিন্তু এমন অবাক করা ঘোষণা দিয়েছে একটি বেসরকারি কোম্পানি।

ভারতের ব্যাঙ্গালুরুর এই অফিসে সব কর্মীদের জন্য আধ ঘণ্টার ঘুম বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে প্রত্যেক কর্মীকে ই-মেইলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে। সবাইকে আধ ঘণ্টা অফিসে ঘুমাতেই হবে। সেই ঘুমানোর জন্য টাকাও পাবেন কর্মীরা।

'ওয়েকফিট'-এর কো ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া অফিসিয়ালি ই-মেইলের মাধ্যমে এই নোটিশ জারি করেছেন তার অফিসে। তিনি ই-মেইলে লেখেন, 'আমরা দীর্ঘ ছয় বছর ধরে মানুষের ঘুমের সামগ্রী বিক্রি করে ব্যবসা করছি। অথচ নিজেরাই ঘুমের সঙ্গে সঠিক বিচার করতে পারছি না। সবার একটু রেস্ট দরকার। সেই কথা ভেবেই আফটারনুন ন্যাপ চালু করার কথা অনেকদিন ধরেই চলছিল। এবার বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। আজ থেকেই কম করে ৩০ মিনিটের ঘুম বা ন্যাপ নিতে হবে সবাইকে। কাজের মধ্যে একটু ঘুম দরকার। এতে শরীর মন ভালো থাকবে। কাজ ভালো হবে।'

বালিশ, মেট্রেস, এই ধরনের জিনিসই পাওয়া যায় ওয়েকফিটে। সবকিছু তৈরি হয় ভালো ঘুমের কথা মাথায় রেখে। এবার তারা নিজেদের অফিসেই চালু করল এই নিয়ম। এই খবর শেয়ার হতেই প্রশংসা শুরু করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'আমিও ঠিক এটাই চাইছিলাম। ওয়েকফিট আমার মনের কথা জেনে গেছে।' কেউ বলেছেন, 'এমনটা সব অফিসেই করা উচিত।' সূত্র : ইকনোমিক টাইমস, টাইমস নাউ, নিউজ১৮

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2