• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হোটেল রেনেসন্স-এ চলছে ‘স্ট্রিট ফুড কার্নিভাল’

প্রকাশিত: ১৬:২৬, ২ জুন ২০২২

ফন্ট সাইজ
হোটেল রেনেসন্স-এ চলছে ‘স্ট্রিট ফুড কার্নিভাল’

ফুড লাভারদের জন্য সুখবরই বটে। করোনা অতিমারীর সময় বিভিন্ন কারনে তেমন কোন বড় আয়োজন করা হয়ে ওঠেনি হোটেল ,মোটেল রেস্তোরায়। ফলে খাবারের স্বাদ থেকে অনেকটাই বঞ্চিত ছিল ভোজন রশিকরা।

এবার অপেক্ষার পালা শেষ। ভোজন রশিকদের জন্য খাবারের পসরা সাজিয়েছে রেনেসন্স ঢাকা শুলশান হোটেল। হোটেলটি ১লা জুন থেকে ৫ জুন পর্যন্ত ‘স্ট্রিট ফুড কার্নিভাল’- এর আয়োজন করেছে। বুধবার (১ লা মে) হোটেলের বাহার মাল্টি-কুইজিন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বজুড়ে বিখ্যাত স্ট্রিট ফুডের স্বাদ উদযাপন করতে প্রস্তুত রেনেসন্স ঢাকা শুলশান হোটেল। প্রায় ১২০ টিরও বেশি দেশে সেরা স্ট্রিট ফুড নিয়ে এসেছেন রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের এক্সিকিউটিভ শেফ ফিরম্যান। যিনি ইন্দোনেশিয়া ও পৃথীবির বিভিন্ন দেশে তার প্রস্তুতকৃত খাবেরর জন্য বেশ সমাদৃত। 
পাঁচদিন ব্যাপী এই কার্নিভালে ইন্দোনেশিয়ার সাতে লিলিট, থাইল্যান্ডের সোমাট্যাম, আমেরিকা থেকে কর্নডোগ, আরব থেকে হুমুস এবং বাংলাদেশের ফুচকা সহ আরও অনেক মুখরোচক স্পিট্রট ফুড থাকছে।  

রেনেসন্স ঢাকা গুলশানে হোটেলের মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার, জোশিতা সানজানা রিজভান বলেন, ভোজন রশিকদের কাছে রেনেসন্স ঢাকা গুলশানের একটি আলাদা জনপ্রিয়তা রয়েছে। খাদ্যের কোয়ালিটি, বেস্ট প্রডাক্ট, বাহারী আয়োজন আর অভিজ্ঞ শেফের নিপুনতায় তৈরিকৃত খাবার বরাবরই রেনেসন্সকে স্বরণ করিয়ে দেয়। 
তিনি বলেন, জন প্রতি বুফে ৮৫০০ টাকায় পাওয়া যাবে এবং বাছাইকৃত ব্যাঙ্ক কার্ডে থাকছে আকর্ষণীয় বাই ওয়ান গেট টু অফার। 

রেনেসন্সন ঢাকা গুলশান হোটেলে ১ লা জুন থোকে ৫ জুন পর্যন্ত সন্ধ্যা ৬.৩০ রাত ১০.৩০ পর্যন্ত মাল্টি-কুইজিন রেস্তোরা বাহার এ ‘স্ট্রিট ফুড কার্নিভাল’  উৎসব চলবে। 
উৎসবের বিস্তারিত হোটেলটির ফেসবুক পেজ https://www.facebook.com/RenaissanceDhakaGulshan/ এর মাধ্যমে জানা যাবে। 

গুলশানের সবচেয়ে গতিশীল এবং বাণিজ্যিক পাড়ায় আকর্ষনীয় স্থানে অবস্থিত রেনেসন্স হোটেলটি ব্যবসায়িক এবংয় অবসর ভ্রমণকারীদের জন্য আদর্শ। মাত্র ২০ মিনিটের দূরত্বে হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে পৌছে যান এবং উপভোগ করুন এই হোটেলের সকল আয়োজন। 
তাই আর দেরি না করে, সারা বিশ্বের সিট্ট্রড ফুড থেকে আপনার পছন্দের স্ট্রিট ফুডটি বেছে নিতে রেনেসন্স এ আসতে পারেন। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2