জেলের জালে তিমির বমি, দাম ২৮ কোটি রুপি

মাছ ধরতে গিয়ে জেলের জালে ধরা পড়ল মহামূল্যবান বিলুপ্তপ্রায় তিমির বমি। প্রায় ২৯ কেজি ওজনের এই বমির দাম ২৮ কোটি রুপি।
ঘটনাটি ভারতের কেরালার ভিজিনজাম এলাকার। শুক্রবার (২২ জুলাই) স্থানীয় এলকার মৎসজীবিরা মাছ ধরতে যান সমুদ্রে। সেসময় তাদের জালে প্রায় ২৮ কেজি ৪০০ গ্রামের তিমিরি বমি ধরা পড়ে। জানা গেছে ,আর্ন্তজাতিক বাজারে ঐ বমির দাম ২৮ কোটি। তবে জেলেরা ঔ বমি পুলিশের হাতে তুলে দেন।
কোস্টাল পুলিশ ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, জেলেরা অ্যাম্বারগ্রিসটি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ সেটি বন বিভাগকে জানায়। বন বিভাগের কর্মকর্তারা এসে সেটি নিয়ে গেছেন। অ্যাম্বারগ্রিসটি শহরের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে (আরজিসিবি) নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে বন বিভাগ।
উল্লেখ্য, অ্যাম্বারগ্রিস অর্থাৎ স্পার্ম হোয়েল তিমির বমির প্রতি কেজির দাম ১ কোটি টাকা। এটি তৈরি হয় স্পার্ম হোয়েলের (শুক্রাণু আকৃতির তিমি) পেটে। ভারতীয় আইনে অ্যাম্বারগ্রিস বিক্রি নিষিদ্ধ। স্পার্ম হোয়েল একটি বিপন্ন প্রজাতির তিমি। ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে এই তিমির সুরক্ষা দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি
বিভি/এসআই
মন্তব্য করুন: