• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেলেন ১৫১ নাম্বার

প্রকাশিত: ১৩:২৪, ১ আগস্ট ২০২২

আপডেট: ১৩:২৪, ১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেলেন ১৫১ নাম্বার

বিহারের ললিত নারায়াণ মিথিলা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

কেমন অদ্ভূত না বিষয়টি! পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে শিক্ষার্থী পেলেন ১৫১ নম্বার। অবাক করার মতো বিষয় হলেও তেমনটাই ঘটেছে ভারতের বিহারে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারের দারভাঙ্গা জেলার ললিত নারায়াণ মিথিলা ইউনিভার্সিটিতে (এলএনএমইউ) তে পড়ুয়া শিক্ষার্থী বলেন, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এ বিস্ময়কর নম্বর পেয়েছেন।
তিনি বলেন, ‘ফল দেখে আমি নিজেই সত্যিই অবাক হয়েছি। যদিও এটা ছিল একটি অস্থায়ী মার্কশিট। তবে ফল প্রকাশের আগে তা কর্তৃপক্ষের পরীক্ষা করা উচিত ছিল।’

জানা গেছে, প্রতিষ্ঠানটির অপর এক শিক্ষার্থীও তাঁর অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছেন। এ নম্বর পাওয়া সত্ত্বেও তাঁকে আবার পরের গ্রেডে উন্নীত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, ফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল। সংশোধনের পর নতুন মার্কশিট দেওয়া হয়েছে। 
শিক্ষাপ্রতিষ্ঠানটির রেজিস্ট্রার মুশতাক আহমেদ গণমাধ্যমকে বলেন, মার্কসিট দুটিতে টাইপোগ্রাফিক ত্রুটির কারনে এমনটি ঘটেছে। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2