রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে হ্যালোউইনের বর্ণিল আয়োজন

ভুতুড়ে উদযাপনের জন্য অক্টোবর মাস সব সময়ই চমৎকার। তাঁরই রেশ ধরে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল, ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত হ্যালোইন উৎসবের সাথে এই ভুতুড়ে মওসুম উদযাপন করতে প্রস্তুত I
হাউস অফ দ্য ডার্কনেস - এই শিরোনামে রেনেসন্স হোটেল নিয়ে এসেছে মজার সব আয়োজন যেখানে আপনি উপভোগ করতে পারবেন ভুতুড়ে সাজসজ্জা আর সাথে থাকবে মুখরোচক সব সিগনেচার ডিশ ।
২৮ অক্টোবর থেকে পুরো হোটেলকে সাজানো হবে বিভিন্ন হ্যালোইন থিমে। পুরো হোটেলের সব এলাকা জুরে চলতে থাকবে হ্যালোইন স্পেশাল মিউজিক |
এই বর্ণাঢ্য আয়োজন উপলক্ষ্যে, ২৮ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায়, হোটেল এর লেভেল১৯ " আরবারে", শীর্ষ স্থানীয় মিডিয়া এবং লাইফ স্টাইল ফুড ব্লগারদের সাথে নিয়ে তারা আয়োজন করেছে একটি সংবাদ সম্মেলন যেখানে সাংবাদিক, ব্লগার এবং রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল এর জনসংযোগ কর্মকর্তা জোশিতা সানজানা রিজভান জানান, এই বছর রেনেসন্স হোটেলের হ্যালোইন উদযাপনের পৃষ্ঠপোষক হিসেবে তাদের সাথে অংশীদারিত্ব করেছেন নভোএয়ার এবং ইটারনাল সিরামিকস। রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও টুডে |
রেনেসন্স ঢাকা আসন্ন হ্যালোইন উৎসবের জন্য নিয়ে এসেছে কিছু আকর্ষণীয় অফার। হ্যালোইন স্পেশাল "হরর মুভি ফেস্ট" উদযাপন করা হবে লবিক্যাফে জিবিসিতেI "ট্রিক অর ট্রিট ব্রাঞ্চ বুফে", চিল্ড্রেন্স স্পেশাল হ্যালো উইন ব্রাঞ্চ বাফেট, হ্যালোউইন স্পেশাল ডিনার "বুগি ম্যানস ডেট" পরিবেশন করা হবে ২৮ শে অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত লেভেল ৩ " বাহার" রেস্তরায়। " আরবারে" পরিবেশন করা হবে হ্যালোইন স্পেশাল বেভারেজ এবং শেয়ারিং "জম্বি" প্লেটার, যা কাপলদের জন্য প্রযোজ্য, মূল্য ৪০০০ টাকা সাথে থাকছে লাইভ মিউজিক। হ্যালোইন প্যাকেজ গুলি পাওয়া যাচ্ছে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত৷
আরো অনেক চমক অপেক্ষা করছে তাদের জন্য যারা হোটেলে ঢোকার সাহস করবেন! ২৮ শে অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন "বিদ্যা স্পুকি এস্ট" - সেরা হ্যালোইন পোশাক প্রতিযোগিতায় যেখানে আপনি প্রতিদিন জিতে নিতে পারেন ঢাকা কোলকাতা ঢাকা এয়ারটিকেট ও ৩২ পিছ ডিনার সেট সহ আকর্ষণীয় নানান সব পুরস্কার।
বিভি/এসআই
মন্তব্য করুন: