এক জোড়া জুতার দাম ৯০০০ টাকা

প্রতীকি ছবি
একজোড়া জুতার দাম প্রায় ৯০০০ টাকা। সম্প্রতি এমনই এক জোড়া জুতার বিজ্ঞাপন দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা। হুগো বস নামক এক জনপ্রিয় সংস্থার এই এক জোড়া জুতার দাম রাখা হয়েছে ৮৮৯০ টাকা। অর্থাৎ এই হাওয়াই চটিটি কিনতে গেলে কড়কড়ে ৯০০০ টাকা খসাতে হবে আপনাকে।
৯০০০ টাকার বিনিময়ে আপনাকে যেই চটিটি দেওয়া হবে, সেটি দেখতে অনেকটাই সাধারণ হাওয়াই চপ্পলের মতোই।প্রতিষ্ঠানটি বলছে, এই চটির যেই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে, তাতে এই চটিটিকে খুবই সাধারণ বলেই মনে হয়েছে।
তার পরেও এই চটিটির দাম ৯০০০ টাকা রাখার জন্য এই সংস্থার উপর বেজায় চটেছেন নেটিজেনরা। ১০০ থেকে ১৫০ টাকার এই চপ্পলটির দাম ৯০০০ টাকা কী করে রাখা হতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। এই চটিটির জন্য ১৫০ টাকার বেশি কখনই দেওয়া উচিৎ নয় বলেই জানিয়েছেন নেটিজেনরা। এছাড়াও, বেশ কিছু নেটিজেন এও বলেন যে প্যারাগনের ১০০ টাকা দামের চটিগুলিও এই চটিটির থেকেও ভালো দেখতে।
নেটিজেনরা বলছেন, এই ধরণের চটি তাঁরা তাঁদের বাড়ির বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। এক নেটিজেন তো বলেই বসেন, "আমি কোটিপতি হয়ে গেলেও এত টাকা দিয়ে এই চটি কিনব না।"
খুবই সাধারণ জিনিসের অত্যাধিক দাম রাখা হয়েছে, এরকম ঘটনা নতুন কিছুই নয়। এর আগেও, এই ধরণের ঘটনা সামনে এসেছে। বড় বিলাসবহুল ব্র্যান্ডের তকমা দিয়ে সাধারণ জিনিস চড়া দামে বিক্রি করাও নতুন কিছুই নয়।
সম্প্রতি, একটি সাধারণ হাফ প্যান্টের দাম দেখে চোখ ছানাবড়া হওয়ার জোগাড় হয়েছিল নেটিজেনদের। এই হাফ প্যান্টটির দাম রাখা হয় ১৫,৪৫০ টাকা। এছাড়াও, একটি সাধারণ জামার দাম দেখে ভিরমি খাওয়ার মতো হয়েছিল নেটিজেনদের। সেই জামার দাম রাখা হয় ১১,৪৫০ টাকা। তবে কী কারণে চটি থেকে শুরু করে জামা বা প্যান্টের দাম এত বেশি রাখা হয়, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
সুত্র: এই সময়
বিভি/এসআই
মন্তব্য করুন: