দারুল ইহসান বার্লিনের আমন্ত্রণে জার্মান সফরে আহমাদুল্লাহ

ইউরোপের বিভিন্ন দেশের নানা শহরে বসবাসরত বাংলাভাষী প্রবাসীদের জন্য ইসলামীক সভার সফর করছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
জার্মানির বার্লিনে এই প্রথমবারের মতো সবচেয়ে বড় মিটাপ করলেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। স্থানীয় সময় ১০ তারিখ সন্ধায় বার্লিনের গ্লোরিয়া সেন্টারে এই মিলন মেলায় আয়োজন করা হয়।
দারুল ইহসান বার্লিনের সভাপতি ড. সাব্বির আহমেদ ওসমানের আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশীদের এই মিলন মেলায় যোগদান করেন তিনি। আয়োজনে হামবুর্গ, ফ্রাঙ্কফ্রুট সহ আশেপাশের প্রবাসী মুসলিমরা যোগদান করেন।
শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমরা এই মিলনমেলায় দুটি সুত্রে একত্রিত হয়েছি। এক. আমরা মুসলিম দুই. সবাই বাংলাদেশি। তাই দেশের সুনাম, সুখ্যাতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ইসলামের বাণী সমুন্নত রাখতে হবে।
এসময় তিনি বাংলাদেশে আস সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম প্রবাসীদের সামনে তুলে ধরেন। এই সফরে তিনি ইউরোপের আরো কয়েকটি দেশের ইসলামীক আয়োজনে অংশগ্রহণ করা কথা রয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: