থাইল্যান্ডের ব্যাংককে দ্বীনি হালাকায় শায়খ আহমাদুল্লাহ

প্রবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর আয়োজনে গত ২৩ এপ্রিল, বুধবার ব্যাংককের অ্যাম্বাসাডর হোটেলে এক দ্বীনি হালাকায় বক্তব্য প্রদান করেন শায়খ আহমাদুল্লাহ। প্রবাস জীবনে ইসলাম চর্চার পথ ও পদ্ধতি বিষয়ে দীর্ঘ দেড় ঘন্টা আলোচনা করেন শায়খ আহমাদুল্লাহ। আলোচনা শেষে উপস্থিত প্রবাসীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রবাস জীবনে মুসলিম কমিউনিটি গড়ে তোলা ও মসজিদের সঙ্গে কানেক্টিভ থাকা দ্বীন চর্চার জন্য খুবই জরুরি। সেই সাথে শিশুদের জন্য উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং দ্বীনি পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন শায়খ আহমাদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, চাকরিজীবী এবং শিক্ষার্থী সহ নানা শ্রেণী-পেশার মানুষ। আলোচনা শেষে শায়খ প্রবাসী মুসলিম কমিউনিটির ভেতর ঐক্য, পারস্পরিক সহযোগি মনোভাব এবং ধর্মীয় চেতনা বিকাশে তাদের অ্যাকটিভিটি কামনা করেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: