• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শাহরুখ কন্যা সুহানার জন্মদিনের ছবি

প্রকাশিত: ১৫:৪৮, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
শাহরুখ কন্যা সুহানার জন্মদিনের ছবি

গ্ল্যামারের দুনিয়ায় শীঘ্রই ডেবিউ করবেন সুহানা খান। শাহরুখ খান এবং গৌরী খানের দ্বিতীয় সন্তান সুহানা খান। গত ২২ মে ২২ বছরে পা রেখেছেন শাহরুখ কন্যা।

বন্ধুদের সঙ্গে জমজমাট পার্টি করে নিজের বিশেষ দিনটা কাটিয়েছেন সুহানা। উন্মুক্ত কাঁধ, কমলা রঙের বডি হাগিং পোশাকে নেটমাধ্যমে ছবি শেয়ার করেছেন শাহরুখ তনয়া। 

ফুল, কেক, বেলুনে সেজে উঠেছিলো সুহানার জন্মদিন। সেই ছবি উঠে এসেছে তাঁর সামাজিক মাধ্যমের 
পাতায়।

 

বিখ্যাত কমিকস ‘আর্চি’-র সিনেম্যাটিক ভার্সন বানাবেন জোয়া আখতার। আর সেই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন সুহানা খান। শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও থাকছেন জোয়া আখতার পরিচালিত সেই ছবিতে। সুহানার জন্মদিন পার্টিতে হাজির ছিলেন খুশিও।

সূত্র: হিন্দুস্তান টাইমস। 
 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2