বিএনপি বোকার স্বর্গে বাস করছে: ভূমিমন্ত্রী

ফাইল ছবি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি বোকার স্বর্গে বাস করছে। তারা মনে করছে বিদেশিরা তাদের আগামীতে ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপি নেতারা দায়িত্বজ্ঞানহীন কথা বলছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন পালাবে?
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে বিজিএমইএ’র চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে 'পার্বত্য চট্টগ্রামের চলমান সংকট ও উত্তরণের উপায়'-শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম সেন্ট্রাল ফর রিজিওনাল স্টাডিস, বাংলাদেশ-সিসিআরএসবিডি এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে অনেক কাজ হয়েছে। পরবর্তী সরকার পার্বত্য চট্টগ্রামে ডিজিটাল সার্ভের কাজ করবে আগামীতে। এটাকে ট্যুরিজম হাব করতে পারলে আমরা অনেক লাভবান হবো।
সেমিনারে বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তারা চলে বলে কৌশলে ক্ষমতায় আসতে চাচ্ছে। সাংবিধানিকভাবেই আগামী নির্বাচন হবে। আমরা আবার আসবো ইনশাআল্লাহ ক্ষমতায়। অন্য চিন্তা করবেন না।
সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, প্রফেসর ড. মাহফুজ পারভেজ, প্রবন্ধকার ড. আবদুল্লাহ আল ফারুক, অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামসহ অন্যরা।
বিভি/টিটি
মন্তব্য করুন: