বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ

হবিগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। হামলা ভাংচুর করা হয়েছে শায়েস্তানগরে বিএনপির কার্যালয়ে। রবিবার (২০ আগস্ট) এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিয়ষক সম্পাদক জিকে গউছ। তবে আওয়ামী লীগের নেতারা দায়ী করেছেন বিএনপিকে।
স্থানীয়রা জানান, শনিবার পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের পর বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পর বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর করা হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলে সংঘর্ষ। পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: