• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার সুনামগঞ্জে ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৪, ২১ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
এবার সুনামগঞ্জে ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেয়া দেলোয়ার হেসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জে ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (২০ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কথা বলে হলেও জেলা ছাত্রলীগের সভাপতি জানান, সাঈদীর পক্ষে লেখালেখি করায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদেরকে পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকসার ইবনে আজিজ পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল হাসান জেনিস, উপ কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান,  উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহ সম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এম এ মোক্তাদির আহমেদ, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, মোহাম্মদ মোস্তফা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আফসার হাসান মুন্না।

তাদেরকে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতির পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কারের জন্ম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশ করে জেলা ছাত্রলীগ।

বিভি/এমএইচ/এজেড

মন্তব্য করুন: