• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপির দুই নেতাকে স্থায়ী বহিষ্কার

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ)

প্রকাশিত: ২৩:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিএনপির দুই নেতাকে স্থায়ী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে নওগাঁ জেলার মান্দায় বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর  (সোম ও মঙ্গলবার) মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী  (বাবুল) স্বাক্ষরিত স্থায়ী বহিস্কার ও সতর্কী করণ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভালাইন ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক বাবু দলীয় শৃংখলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করে লিখিতভাবে ডাকযোগে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে একটি পত্র পাঠানো হয়। তার জবাব সন্তুষজনক না হওয়ায় এবং অদ্যাবধি দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদেরকে দলের সকল পদ/পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, দলীয় শৃংখলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ইতোমধ্যে, ভালাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য, মোঃ আবু বক্কর সিদ্দক ও সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুকে দলীয় শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় মান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মান্দা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের সাথে মান্দা উপজেলা বিএনপি, ভালাইন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় কোন সম্পর্ক নেই। সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় তাদের কে সম্পৃক্ত না করার জন্য আহবান করা হলো ।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: