• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লবের শোডাউনে আসার সময় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার বিকাল ৫টার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন মেয়র পন্থি গজারিয়ার বাসিন্দা সুমন,  ফয়সাল, সোহাগ আবু কালাম, জামাল, সালাউদ্দিন। এছাড়াও সংসদ সদস্য পন্থি পৌর কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন এর ভাই মনির হোসেন (৪৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে উপলক্ষে মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব আয়োজিত দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে গজারিয়া থেকে আগত কর্মীদের সাথে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসপন্থী মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ  সম্পাদক মোঃ মকবুল হোসেনের নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সহ নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তবে মেয়র পন্থীদের অভিযোগ জন্মদিন অনুষ্ঠানে আগতদের বাঁধা দিয়ে হামলা ও মারধর করে সংসদ সদস্য পন্থি লোকজন। এছাড়া গজারিয়া ও মীর কাদিম পৌর এলাকা থেকে আগত দেড় শতাধিক ট্রলার আটকে দেয় তারা। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন সংসদ সদস্যপন্থীরা।

এদিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটারের মধ্যে শহরের পিটিআই মোরে মুন্সীগঞ্জ পৌর মেয়র আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলস্থল জনসমুদ্রে রূপ নেয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বঙ্গবন্ধুর  চিফ সিকিউরিটি অফিসার মোহাম্মদ মহিউদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

মুন্সীগঞ্জ পৌর মেয়র মোঃ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসকে সন্ত্রাসী আখ্যায়িত করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান জীবন, শিলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ মৃধা, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ রিপন পাটোয়ারী, বজ্রযোগেনী ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিভি/এসএইচএল/এজেড

মন্তব্য করুন: