হরতাল-অবরোধের সমর্থনে শ্রীপুরে মশাল মিছিল

বিএনপি ঘোষিত হরতাল অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে। শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার ঢাকা-ময়মনসিংহ দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মহাসড়কের আসপাড়া মোড় থেকে ২ নং সিএন্ডবি পর্যন্ত মশাল মিছিল করে তারা।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মশাল মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদশির্রা জানায়, এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মশাল ও লাঠি ফেলে মহাসড়ক ত্যাগ করে। ঘটনাস্থলে পুলিশ এসে মহাসড়ক থেকে আগুন সরিয়ে মশাল ও লাঠি সরিয়ে দেয়। তখন মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হয় ।
বিভি/রিসি
মন্তব্য করুন: