• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদালতে সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২১, ১ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আদালতে সাকিব আল হাসান

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করায় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যাল‌য়ে উপস্থিত হন সা‌কিব আল হাসান। শুক্রবার বিকাল ৪টায় কারণ দর্শা‌নো নোটি‌শের জবাব দি‌তে স্বশরী‌রে   মাগুরার আদালতে আসেন সাকিব। সেখানে এক ঘন্টা অবস্থান করেন তিনি। 

উ‌ল্লেখ্য, ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় প্রতিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়ি বহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন । তাতে জনগ‌ণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন চলাচলের পথে করেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। 

এর ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বি‌ধিমালালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লংঘন হ‌য়ে‌ছে। উক্ত আইন ভঙ্গের কারণে  সা‌কিব আল হাসান স্বশরী‌রে  উপ‌স্থিত হ‌য়ে কারণ দর্শা‌নো নোটি‌শের জবাব দি‌তে বলা হয়।

কারণ দর্শানোর নোটিশের জবাব বের হয়ে সাকিব আল হাসান জানান, আমি এবারই প্রথম তাই অনেক কিছুই জানা নেই। এ সকল বিষয়ে পরবর্তীতে জেনেবুঝে তবেই কাজ করবেন তিনি। যেখানে জবাব দেয়ার সেখানেই সব দিয়ে এসেছেন বলেও জানান সাংবাদিকদের। 

বিভি/আরএস/এজেড

মন্তব্য করুন: