• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা অফিস ভাংচুরের অভিযোগে কাউন্সিলরকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫০, ৩০ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২৩:৫১, ৩০ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা অফিস ভাংচুরের অভিযোগে কাউন্সিলরকে শোকজ

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের নির্বাচনী প্রচারণার অফিস ভাঙচুর, পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা এবং তার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানের বিরুদ্ধে।  

নৌকা মার্কার কর্মী ও পঞ্চগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানকে এ অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুন। 

শনিবার ( ৩০ ডিসেম্বর) বিকালে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারী করা হয়। সেই সাথে, আগামী রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টার মধ্যে পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি ও জেলা যুগ্ম ও দায়রা জজ মার্জিয়া খাতুনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত শনিবার (৩০ ডিসেম্বর) লিখিত অভিযোগ করেছেন যে, পঞ্চগড় পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসনাত হামিদুর রহমানের নেতৃত্বে পৌরসভার কিছু দুর্বৃত্তকারী দেশীয় অস্ত্র রামদা নিয়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলেছেন। এছাড়া ট্রাক প্রতীকের কর্মী সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিরুৎসাহিত ও ভয়ভীতি প্রদর্শন করেছেন।

তার এই কর্মকাণ্ডের মাধ্যেমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ক), ৭ (২) এবং ১১ (গ) বিধির লঙ্ঘন হয়েছে। এমতাবস্থায় তার বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা জানতে আগামী রবিবার দুপুর ১২টার মধ্যে পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি ও জেলা যুগ্ম ও দায়রা জজ মার্জিয়া খাতুনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১(ক) এর  (ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে নৌকা মার্কার কর্মী ও পঞ্চগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এর আগে, পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া ও তুলারডাঙ্গা এলাকায় শুক্রবার গভীর রাতে পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুর, পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা এবং তার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়ার অভিযোগে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: