• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাশরাফীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ৩ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৭:৪৩, ৩ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মাশরাফীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। বুধবার (৩ জানুয়ারি) নড়াইল শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগত ও শারীরিক কারণে এবং সময়ের অভাবে এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। 

তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের মাঠের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিনদিন হাতে আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে অসুস্থ। ডাক্তার আমাকে বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন। এছাড়া পরিবারের সদস্যরদের সমর্থন না থাকায় আমি আজ থেকে রাজনীতি থেকেও অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।

তিনি আরো বলেন, আমার শুভাকাঙ্খীদের কাছে ক্ষমা চেয়ে আমি নৌকার মাঝি সকলের প্রিয় মাশরাফি বিন মর্তুজাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দিবেন। 

উল্লেখ্য, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে প্রার্থীতা অবৈধ ঘোষণার পর তিনি গত ২৮ ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন। এরপর তার প্রার্থীতা বাতিল চেয়ে ৩১ডিসেম্বর আপিল করা হলে গত ২জানুয়ারি ফের তার প্রার্থীতা বহাল রাখেন আদালত।

বিভি/রিসি

মন্তব্য করুন: