• NEWS PORTAL

  • সোমবার, ২৪ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেন্টমার্টিন দখল নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
সেন্টমার্টিন দখল নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্টমার্টিন ইস্যুতে গুজব ছড়াচ্ছে বিএনপি-জামায়াত। এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্ব-জ্ঞানহীন। ওবায়দুল কাদের বলেন, সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতা থেকেই বিএনপির কমিটি গণবিলুপ্তি। এর দায় তারেক রহমান এড়াতে পারে না।

রবিবার (১৬ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেন্টমার্টিন নিয়ে বিএনপি মহাসচিবের কড়া মন্তব্যের কড়া সমালোচনা করেন। বলেন, এ বিষয়ে সরকার সতর্ক ও সজাগ রয়েছে।

তিনি বলেন, বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না থাকায় লন্ডন থেকে পদায়ন করা হচ্ছে। অথচ আওয়ামী লীগে কখনোই গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়নি।

ঈদ যাত্রায় পদ্মা সেতুতে পাঁচ কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে চার কোটি টাকা টোল আদায় হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

 

 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2