• NEWS PORTAL

  • সোমবার, ২৪ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরকার তাঁবেদার বলেই মিয়ানমারের আগ্রাসী চাহনিতেও কিছু করতে পারছে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১৬ জুন ২০২৪

আপডেট: ১৩:৪৮, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
সরকার তাঁবেদার বলেই মিয়ানমারের আগ্রাসী চাহনিতেও কিছু করতে পারছে না: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকার পরনির্ভরশীল ও তাঁবেদার বলেই দেশের ওপর মিয়ানমারের যে আগ্রাসী চাহনি তার কিছুই করতে পারেছে না।

রবিবার (১৬ জুন) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের জলসীমা মিয়ানমারের যুদ্ধ জাহাজ অতিক্রম করছে কিছুই বলছে না সরকার। যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, সেন্টমার্টিন ঘিরে মিয়ানমার যা করছে তা সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। বিএনপির এই নেতা দাবি করেন, দেশে কোনো সীমান্তেই নাগরিকরা আজ নিরাপদ নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশি বিদেশি ঋণে দেশ বর্তমানে জর্জরিত। সরকারের সমর্থনপুষ্ট মাফিয়াদের লুটপাটে দেশ এক দারুণ অর্থনৈতিক সংকটে। মাফিয়াচক্রের হাত থেকে দেশকে বাঁচাতে সবাইকে রাজপথে বেরিয়ে আসার আহ্বান জানান রিজভী।   

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2