• NEWS PORTAL

  • রবিবার, ৩০ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি: কামরুল 

প্রকাশিত: ১৪:১৪, ২৭ জুন ২০২৪

ফন্ট সাইজ
বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি: কামরুল 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায়না বিএনপি। খালেদা জিয়াকে মাইনাস করে তারা তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।  

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্য বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় থাকার সুযোগ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। অতীতে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো আন্দোলন করেনি, ভবিষ্যতেও করবে না বলেও মনে করেন তিনি। 

কামরুল আরো বলেন, আর কোনোদিন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কেনো রাজনৈতিক দল নয় মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি যাতে কখনো বিরোধী দলেও না থাকে সেই প্রত্যাশা করেন তিনি। নির্বাচন বর্জন করে রাজনীতি হয় না বলেও মনে করেন এডভোকেট কামরুল ইসলাম।

বিভি/রিসি

মন্তব্য করুন: