সড়ক পরিবহন গ্রুপ দখলে নিতে গিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপ দখলে নিতে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন। ভাংচুর করা হয়েছে প্রথম সারির টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা।
শুক্রবার বিকালে সিরোইলে বাস মালিক সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং বাস মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে বিএনপির আহবায়ক কমিটির সমর্থকরা।
এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়।
এসময় বাংলাভিশনের ক্যামেরাম্যান জসিমকে লাঞ্ছিত ও ক্যামেরা ভাংচুর করে হামলাকারীরা। সরকার পতনের পর আওয়ামী লীগের নিয়ন্ত্রনে থাকা বাস মালিক সমিতির কার্যালয় দখলে নেয় মিজানুর রহমান মিনুপন্থি যুবনেতা রাকেশ চৌধুরী গৗতম।
তবে বিষয়টি মেনে নিতে পারেননি মহানগর বিএনপির আহবায়ক কমিটির একটি অংশ। সাবেক কাউন্সলর মনিরুজ্জামান শরিফের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মীরা হামলা চালায় বাস মালিক সমিতির কার্যালয়ে।
বিভি/এজেড
মন্তব্য করুন: