• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনাকে দেশে ফেরাতে মিছিল ও শপথ গ্রহণ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ১০ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
শেখ হাসিনাকে দেশে ফেরাতে মিছিল ও শপথ গ্রহণ

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্ধলাখ জনতা মিছিল-সমাবেশ ও শপথ নিয়েছেন। 

শনিবার পৌরসভা,১১টি ইউনিয়ন থেকে নেতা কর্মী, সাধারণ মানুষ লাঠিসোটা হাতে কোটালীপাড়া উপজেলা সদরে এসে সমবেত হন। উপজেলা সদরের সব সড়ক লোকারণ্য হয়ে পড়ে। দুপুরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিল শেষে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং লাখো জনতা শপথ নেন।

শপথ বাক্য পাঠ করান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। 

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা অঅওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: