• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাটোরে পৌর বিএনপির কার্যালয়ে ভাংচুর, মোটরসাইকেলে আগুন 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ২৯ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
নাটোরে পৌর বিএনপির কার্যালয়ে ভাংচুর, মোটরসাইকেলে আগুন 

নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় কার্যালয়ে থাকা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। বুধবার রাতে  বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া বাজারে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।  

ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। 

বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার জানান, গত রাতে একদল দুর্বৃত্ত মৌখাড়া বাজারে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ভাংচুর চালায়। এসময় তারা কার্যালয়ের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বাইরে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিষয়টি জানার পরে স্থানীয় নেতাকর্মীরা এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান বিএনপি নেতা আব্দুল মজিদ।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: