• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হিন্দু-মুসলিম হাত ধরে হাঁটবে এটাই বাংলার ঐতিহ্য: মঈন খান 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ১১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
হিন্দু-মুসলিম হাত ধরে হাঁটবে এটাই বাংলার ঐতিহ্য: মঈন খান 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, ‘পরিকল্পিতভাবে একটি মিথ্যে গল্প বানানোর চেষ্টা করা হয়েছিলো। বাংলাদেশে নাকি এবার দূর্গোৎসব করা যাবে না। দূর্গোৎসব করতে গেলে বিভিন্ন পূজামণ্ডপে সমস্যা হবে। অথচ দেখুন শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা যায়। হিন্দু, মুসলমান হাত ধরে হাঁটবে এটাই বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি।’

শুক্রবার রাত সাড়ে ৮ টায় নরসিংদী সদর উপজেলার ঘোড়াশালে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে নরসিংদীর সবচেয়ে বড় সেবা সংঘের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, ‘আমরা বাংলাদেশি হিসেবে জাতিধর্ম বর্ণের মধ্যে কোনো বিভেদ করি না। এবং আমরা যতদিন এই বিশ্বাস রেখে নতুন এই বাংলাদেশে বসবাস করে যাব, এই বাংলাদেশের মানুষ ততদিন সুখে শান্তিতে বসবাস করবে।’

এসময়, বিএনপির স্থানীয়, পূজামণ্ডপ নেতাকর্মী এবং সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: