• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দিনভর পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
দিনভর পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হাবিব

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল এই শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন। 

শনিবার দুপুরে কলারোয়া উপজেলার ঠাকুরবাড়ি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এরপর তিনি দিনভর কলারোয়া পৌরসভা, হেলাতলা, কেরালকাতা, কুশোডাঙ্গাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন, কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক সন্তোষ পাল, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিনসহ অন্যান্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: