• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপি আর কোন রক্তক্ষয় দেখতে চায় না: শাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ২৭ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বিএনপি আর কোন রক্তক্ষয় দেখতে চায় না: শাখাওয়াত হোসেন বকুল

মনোহরদী-বেলাব থেকে তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম শেখ হাসিনা সেই গণতন্ত্রকে বহুদূরে ঠেলে দিয়েছিল, পাঁচ আগস্ট সেই গণতন্ত্র পূনরুদ্ধারের সুযোগ তৈরী হয়েছে। বর্তমানে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পায়তারা চলতেছে, বিএনপির একটি কর্মী বেঁচে থাকতেও আমরা সেই সুযোগ দেব না। বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে, বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা আর কোন বিপ্লব, আর কোন রক্তক্ষয় দেখতে চাই না।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে মনোহরদী পৌর এলাকার ডাকবাংলো রোডে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: