খুনের নেশা চেপে বসেছিলো আওয়ামী লীগের: শামীম সাঈদী

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগ '৭১ সালে মুক্তিযুদ্ধে ঠিকই নেতৃত্ব দিয়েছিলো, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিলো। জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছিলো। সেই খুনের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যেই লোভ, সেই লিপ্সা থেকেই তারা ২৮ অক্টোবরের পৈশাচিকতা তৈরি করেছিলো। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই ২৮ অক্টোবর ও ৫ মে শাপলা চত্বরের হত্যাকান্ড সহ সকল হত্যাকান্ডের বিচার করা হবে।
রবিবার (২৭ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দায় সরকারী এমএন একাডেমী মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে নগরকান্দা উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
এসময় শামীম সাঈদী বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডব ও পৈশাচিক হত্যাকান্ডের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করার মাধ্যমে তারা যেই হত্যা-লুণ্ঠন, নির্যাতন-নিপীড়ণ, মামলা-হামলা করেছে, তার প্রতিবাদ স্বরুপ ৫ই আগস্টের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, এদেশের ছাত্রজনতার এক অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে। এই বাংলাদেশকে আর কোনদিন সেই খুনি-লুটেরাদের কবলে পড়তে দেয়া যাবেনা। তিনি বলেন, আমরা সঠিক সময়ে নির্বাচন চাই। একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের জন্য জামায়াতে ইসলামী ওই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।
নগরকান্দা উপজেলা জামাতের আমীর মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাারোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু হারিস মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এনায়েত হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদা সহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও শিবিরের কয়েক হাজার নেতৃবৃন্দ।
বিভি/এজেড
মন্তব্য করুন: