পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও বিএনপির আরেক নেতা

শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল
নানা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত ২১ আগস্ট শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করা হয়েছিল। শামা ওবায়েদের সাথে শহিদুল ইসলাম বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কৃষকদলের সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: