• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে’

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৯, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩৪, ২৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে’

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেছেন,  পতিত স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। একইসাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ও দিঘলকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম।

দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনছুর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, বিএনপি নেতা শামীম মিয়া।

এছাড়াও সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল।

বিভি/এজেড

মন্তব্য করুন: