বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা নিহত

নিহত লাভলু মিয়া
মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী লাভলু মিয়া (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৫ জন।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির এক কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু মিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা লাভলু মিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু।
নিহত লাভলু স্থানীয় কুস্তা গ্রামের হালিম মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের মো. রাহাতুজ্জামান খান আলতাব (৪২), মো. হিমেলের (২৮) অবস্থা সংকটাপন্ন।
ঘিওর থানার ওসি রফিকুল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: