• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপি কার্যালয়, করা হলো দোয়া-মোনাজাত

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩২, ১৩ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপি কার্যালয়, করা হলো দোয়া-মোনাজাত

গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়েছে।গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যলয়ের শুভ উদ্বোধন করেন।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মোঃ ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জেলা বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপি কোন অফিস রাখা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকান্ড বেগবান হবে।তিনি সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান।

পরে শত শত নেতাকর্মীকে সাথে বিএনপির ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: