স্বাস্থ্যখাত সংস্কারে বিএনপি’র প্রস্তাব
ছবি: ড. খন্দকার মোশাররফ হোসেন
দেশের স্বাস্থ্যখাত সংস্কারে স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্যখাত দলীয়করণ করে গেছে।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যখাত সংস্কারে বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মোশাররফ হোসেন। স্বাস্থ্যখাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ি করেন তিনি। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে চিকিৎসা সেবার মান বাড়ানোর তাগিদ দেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুধু স্বাস্থ্য খাত নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকারকে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ব্যক্তিস্বার্থে ওষুধের উৎপাদন বাড়তে দেয়নি আওয়ামী লীগ সরকার। সুবিধাবাদীদের খপ্পড়ে পরে প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: