সংস্কারের কথা বলা হলেও বাস্তবে তা দৃশ্যমান নয়: মির্জা আব্বাস

ছবি: মির্জা আব্বাস
সংস্কারের কথা বলা হলেও বাস্তবে তা দৃশ্যমান নয় অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপিকে চাঁদাবাজদের দল হিসেবে অপবাদ দেওয়ার নোংরা রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি।
শনিবার (১৫ মার্চ) বিএনপির তিন অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে দলটির নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।
এসময় মির্জা আব্বাস বলেন, অপবাদ দিয়ে চাঁদাবাজীর দল হিসেবে বিএনপিকে পরিচিত করার ষড়যন্ত্র করছে একটি মহল।
চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির দৃশ্যমান লড়াইয়ের উদাহরণ টেনে চ্যালঞ্জ দিয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজি করলে থানায় জিডি করেন, যদি তাও না পারেন তাহলে বিএনপিকে জানান, ব্যবস্থা নেওয়া হবে।
অন্তবর্তী সরকারের সংস্কার ইস্যুতে মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কাজে নিয়োজিত তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ না থাকায় জনগণের চাহিদা পূরণ হবে না। জাতীয় নির্বাচন নিয়ে পানি ঘোলা না করে স্পষ্ট করার তাগিদ বিএনপির এই নেতার।
বিভি/এআই
মন্তব্য করুন: