• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন’

প্রকাশিত: ২০:১২, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন’

ছবি: ড. খন্দকার মোশাররফ হোসেন

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন  বলেছেন, টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন আয়োজন করে সম্মানের সঙ্গে আপনাদের বিদায় নেওয়ার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। ভোটের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু নানাভাবে তা বিলম্বিত করা হচ্ছে।

এ সময় জনগণ নির্বাচনমুখী হলে সব ষড়যন্ত্র বিফলে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2