• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘জাতীয় সনদ’ ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়বে: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

প্রকাশিত: ১৮:০৮, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:১০, ১২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘জাতীয় সনদ’ ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়বে: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণের অংশগ্রহণে ধন্য গণঅভ্যুত্থানের পর, জনগণের বিজয় ধরে রাখতে না পারলে এবং তাদের অভিপ্রায় ভিত্তিক প্রজাতন্ত্র নির্মাণে ‘জাতীয় সনদ’ গৃহীত না হলে, রাজনৈতিক নৈরাজ্য বা রক্তপাতের ঝুঁকি বাড়বে। 

সংসদের উচ্চকক্ষ, প্রদেশ, স্বশাসিত স্থানীয় সরকার ও জাতীয় সনদ প্রণয়নের দাবিতে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করা সম্ভব হবে না। আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের স্বপক্ষে জনগণের মাঝে বিরোচিত ঐক্য স্থাপিত হয়েছে, এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে।  

তিনি আরও বলেন, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব না দিলে, যেকোনো মুহূর্তে চরম সংকট ডেকে আনতে পারে, তা বিবেচনায় নিয়েই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে।

সভায় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন,  ব্যাপক কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতি সংস্কার ছাড়া, আওয়ামী দুঃশাসনের চরম প্রতিক্রিয়াশীল ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা থেকে জনগণ নিরাপদ হতে পারবে না। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা অক্ষত রেখে কোনো ধরণের আপস জনগণ মেনে নেবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা জেএসডির সভাপতি অ্যাডভোকেট মিয়া হোসেন।

জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত সভায়  আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন,ফারজানা দিবা,সাইফুল ইসলাম ফকির,এডভোকেট তাজ উদ্দিন সবুজ,গোলাম ফারুক বুলবুল,তানজিদুর রহমান পিয়াস, ডা.শামসুদ্দিন,ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2