আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

ছবি: ডা. শফিকুর রহমান
বিএনপি-জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক করেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী।
বুধবার (১৬ এপ্রিল) সকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। সফরের প্রথম দিনের শুরুতে মার্কিন প্রতিনিধিদলটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন তারা।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জানান, নির্বাচন, সংস্কার, শ্রম অধিকার, আওয়ামী লীগ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াত আগামী রমজানের আগেই নির্বাচন চায়।
পরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি।
বিভি/এআই
মন্তব্য করুন: