নিষিদ্ধ ছাত্রলীগকর্মীদের গ্রেফতার করছে না প্রশাসন: ছাত্রদলনেতা সালাউদ্দিন

মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেছেন, ১৭ বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে। আগামীতে দলকে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত। দলের খারাপ সময়ে ছাত্রদল রাজপথে ছিলো। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু প্রশাসন ছাত্রলীগকে গ্রেফতার করছে না। ছাত্রলীগেকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেন।
বুধবার (১৬ এপ্রিল) বৃষ্টিতে ভিজে পশ্চিম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে কর্মীসভা সফল করতে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে যোগ দেন নেতা-কর্মীরা। প্রকৃতির সাড়ায় ঝুম বৃষ্টির ফলে কিছুক্ষণ বন্ধ থাকে অনুষ্ঠান। বৃষ্টি কিছুটা কমে গেলে ফের শুরু হয় অনুষ্ঠান।
রাষ্ট্র সংস্কারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমূলের নেতা-কর্মীদের বেগবান করতে উত্তরা পশ্চিম থানা ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃষ্টিতে ভিজে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে উত্তরার শহীদ মির মুগ্ধ মঞ্চে কর্মীসভায় উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামছুল আলম খান সোয়েবের সভাপতিত্বে পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।
এসময় উত্তরা ৭টি থানা ও মহানগর উত্তর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: