দেশে সবচেয়ে বেশি সংস্কার করেছে বিএনপি: নজরুল ইসলাম খান

ছবি: সংগৃহীত
সংস্কারে এতো সময় দেওয়া যাবে না যেন মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নষ্ট হয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতে তিনি একথা বলেন।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া দাবি করে তিনি বলেন দেশে সবচেয়ে বেশি সংস্কার করেছে বিএনপি। বহুদলীয় গণতন্ত্র, দুদক, ভ্যাট ব্যবস্থার প্রবর্তন সবকিছু বিএনপির হাত ধরে এসেছে।
এদিকে ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্ব নজরুল ইসলাম খানসহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন।
বিভি/এআই
মন্তব্য করুন: