ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

পিরামিড বা পঞ্জি স্কিম মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো 'আ-আম জনতা পার্টি' নামে নতুন রাজনৈতিক সংগঠন। তিনি এই দলের আহ্বায়ক পদে আছেন। আর দলটির সদস্য সচিব পদে আছেন ফাতিমা তাসনিম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে নয়া এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।
সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি-অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করতে আ-আম জনতা পার্টি কাজ করবে বলে জানায় দলের আহ্বায়ক রফিকুল আমীন।
সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাগত বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে। আমরা আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছি। সামনেও আমরা কাউকে স্বৈরাচার হতে দেব না।
নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক কমিটিতে মোট সদস্য রাখা হয়েছে ২৯৭ জনকে।
উল্লেখ্য, রফিকুল আমীন ডেসটিনি গ্রুপ ছাড়াও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৫ জানুয়ারি তিনি কারামুক্ত হন।
সদস্য সচিব ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি দলটি থেকে পদত্যাগ করেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: