ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক: যা বললেন আলী রীয়াজ

ছবি: ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ
ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে।
শনিবার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।
অপরদিকে, ঐকমত্য কমিশনের পক্ষে ড. আলী রীয়াজের নেতৃত্বে ৫ জন অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে আলোচনা হয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: