প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: জামায়াত আমীর

ছবি: বক্তব্য রাখছেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গণহত্যার দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি একথা বলেন। জামায়াত আমীর আরো বলেন, ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদ এখনো যায়নি। তার দল ফ্যাসিবাদ দূর করতে কাজ করছে বলেও জানান তিনি।
নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, প্রতিবেশি দেশ ভারতের সাথে সম্পর্ক হবে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো থাকলে তারাও ভালো থাকবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চারলেনে উন্নীত করণসহ বিভিন্ন দাবিতে জনসভা করে জামায়াত।
বিভি/এমআর
মন্তব্য করুন: