‘শুটিং ফেডারেশনের অস্ত্র ও গুলি সাধারণ মানুষের ওপর ব্যবহার করা হয়েছে’

ছবি: আসিফ মাহমুদ
জুলাই গণঅভ্যুত্থান দমনে শুটিং ফেডারেশনের অস্ত্র ও গুলি সাধারণ মানুষের ওপর ব্যবহার করা হয়েছে, জানিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
শনিবার (১৯ এপ্রিল) টার্কিশ এয়ারলাইন্স বিজয় দিবস ভলিবলের উদ্বোধন করতে গিয়ে একথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।
স্পোর্টস সেক্টরে সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। ২০ এপ্রিল কমিটির রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন ছিলো। তবে আসিফ মাহমুদ জানান সার্চ কমিটির সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, বিগত সময়ে ক্রীড়া ফেডারেশনের দায়িত্বে থাকা রাজনৈতিক ব্যক্তিরা খেলাধুলায় মনোযোগ দেননি। ফেডারেশনগুলোকে সংস্কার করতে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
সাম্প্রতিক সময়ে প্রবাসী হামজা চৌধুরী, সামিত সোমরা জাতীয় ফুটবল দলে অংশ নেয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্যান্য খেলাতেও প্রবাসীরা আগ্রহ প্রকাশ করছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। তবে প্রবাসী খেলোয়াড়ের ওপর নির্ভর না করে প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনতে পারলেই ক্রীড়াবিদ তৈরীর স্থায়ী সমাধান সম্ভব বলে জানান তিনি।
ভলিবলসহ ইনডোর গেমের স্টেডিয়ামগুলো সংস্কার করে দ্রুত খেলার উপযোগী করা হবে। এবার স্বাধীনতা দিবস ভলিবলে অংশ নিচ্ছে আটটি দল।
বিভি/এআই
মন্তব্য করুন: