আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে এনসিপি

ছবি: সংগৃহীত
রাজনৈতিক দলের নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এদিকে আগামী নির্বাচনে জোট গঠনের বিষয়টি নিয়ে ভাবছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, উদ্দেশ্যে তিনশ’ আসনেই প্রার্থী দেওেয়া। নেতারা বলছেন, নির্বাচনে চোখ রাখলেও জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি প্রাধান্য পাচ্ছে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে।
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র বাস্তবায়ন দলটির অন্যতম প্রধান লক্ষ্য তাদের।
দুই মাসেরও কম সময় আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনসিপি। এরমধ্যেই দেশের রাজনীতিতে নির্বাচনী আলোচনা। এ পরিস্থিতিতে জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছে তরুণদের রাজনৈতিক দলটি?
নির্বাচনকে সামনে রেখে আদর্শিক জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এনসিপি, তবে ৩০০ আসনে প্রার্থীতার প্রস্তুতিও থাকছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করেছে দলটি, নতুন দল নিবন্ধনের নীতিমালা নিয়ে আপত্তি থাকলেও তা পূরণ করতে এনসিপি সক্ষম এমনটাই বলছেন নেতারা।
বিভি/এআই
মন্তব্য করুন: